ঢাকা, রবিবার   ২৪ নভেম্বর ২০২৪

নিবন্ধন আইনের খসড়ায় মতামতের সময় বাড়িয়েছে ইসি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২২:৫৫, ৮ জুলাই ২০২০

নির্বাচন কমিশন (ইসি) রাজনৈতিক দলের নিবন্ধন আইন, ২০২০ এর খসড়ার ওপর দলগুলোর মতামত দেয়ার সময় ৩১ জুলাই পর্যন্ত বাড়িয়েছে।

এরপর আর সময় বাড়ানো হবে না বলে ইসির উপসচিব মো. আ. হালিম খান স্বাক্ষরিত এক চিঠিতে রাজনৈতিক দলগুলোকে জানানো হয়েছে।

গত ১৬ জুন রাজনৈতিক দল ও নাগরিক সমাজের কাছে আইনটির খসড়ার ওপর মতামত দেয়ার জন্য আহ্বান জানায় সংস্থাটি। ইসির বেঁধে দেয়া সময় অনুযায়ী ৭ জুলাইয়ের মধ্যে মতামত দেয়ার কথা ছিল।

বর্তমানে নির্বাচন কমিশনে ৪১টি নিবন্ধিত রাজনৈতিক দল রয়েছে। নির্বাচনে অংশ নিতে চাইলে অবশ্যই ইসিতে দল হিসেবে নিবন্ধন নিতে হয়। প্রতি সংসদ নির্বাচনের আগে নিবন্ধন নেয়ার জন্য আবেদনের আহ্বান জানিয়ে গণবিজ্ঞপ্তি জারি করে কমিশন।

এসি
 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি