ঢাকা, বৃহস্পতিবার   ২৬ ডিসেম্বর ২০২৪

জাতীয় সংসদ নির্বাচন নির্ধারিত সময়ে হওয়া নিয়ে সংশয় প্রকাশ করেছেন মির্জা ফখরুল

প্রকাশিত : ১৫:০৬, ২২ মার্চ ২০১৭ | আপডেট: ১৫:০৬, ২২ মার্চ ২০১৭

আগামী জাতীয় সংসদ নির্বাচন নির্ধারিত সময়ে হওয়া নিয়ে সংশয় প্রকাশ করেছেন, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বুধবার সকালে জিয়া পরিষদের প্রতিষ্ঠাবার্ষিকীতে জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানান মির্জা ফখরুল। পরে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন। এসময় জঙ্গিবাদের কারনে আগামী জাতীয় সংসদ নির্বাচন পিছিয়ে যাবে কিনা এমন প্রশ্ন করা হলে তিনি নির্বাচন আদৌ হবে কিনা তা নিয়ে  সংশয় প্রকাশ করেন। সেই সাথে জনসভায় প্রধানমন্ত্রী নৌকায় ভোট চাওয়াকে নিয়ম লংঘন বলে মন্তব্য করেন। আগামী মাসে প্রধানমন্ত্রীর ভারত সফরে তিস্তাসহ ৫৪টি নদীর চুক্তির বিষয়ে সরকার কার্যকারী ভূমিকা রাখবে এমন প্রত্যাশা করেন মির্জা ফখরুল।
Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি