ঢাকা, বুধবার   ২৩ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

৪ মহানগরীতে কোরবানির হাট না বসাতে সুপারিশ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৯:৪৭, ১০ জুলাই ২০২০

Ekushey Television Ltd.

পবিত্র ঈদুল আজহা বা কোরবানি উপলক্ষে ঢাকা, নারায়ণগঞ্জ, গাজীপুর ও চট্টগ্রাম মহানগরীতে কোরবানির হাট না বসানোর জন্য পরামর্শ দিয়েছেন করোনাভাইরাস মোকাবেলায় সরকার গঠিত বিশেষজ্ঞ উপদেষ্টা কমিটির সদস্যরা।

আজ শুক্রবার ওই কমিটির এক ভার্চুয়াল সভায় পরামর্শের সিদ্ধান্ত নেওয়া হয়।

সভা শেষে কমিটির চেয়ারম্যান অধ্যাপক ডাক্তার মোহাম্মদ শহীদুল্লাহ এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য নিশ্চিত করেন। ওই সভায় করোনাভাইরাস প্রতিরোধে আরো বেশ কিছু পরামর্শ তুলে ধরা হয়।

একটি কমিটি ওই সভায় চার মহানগরী থেকে অন্য কোনো স্থানে যাতায়াত বন্ধ রাখার জন্য সরকারকে পরামর্শ দিয়েছে।

আরকে//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি