ঢাকা, শুক্রবার   ২২ নভেম্বর ২০২৪

এইডস, যক্ষ্মা ও ম্যালেরিয়া নির্মূলে বাংলাদেশকে দেয়া সহায়তা অব্যাহ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৮:০৫, ২৯ মার্চ ২০১৭ | আপডেট: ১২:০৪, ৪ এপ্রিল ২০১৭

এইডস, যক্ষ্মা ও ম্যালেরিয়া নির্মূলে বাংলাদেশকে দেয়া সহায়তা অব্যাহত রাখার আশ্বাস দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।

সকালে গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে সৌজন্য সাক্ষাত করেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার আঞ্চলিক পরিচালক পুনম ক্ষেত্রপাল সিং। পরে প্রেস ব্রিফিংয়ে প্রধানমন্ত্রীর উপ প্রেস সজিব নজরুল ইসলাম বলেন, প্রধানমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশের স্বাস্থ্য খাতের উন্নয়ন বিশেষ করে কমিউনিটি ক্লিনিক স্থাপনের প্রশংসা করেছেন পুনম। এছাড়া আগামী মাসে ভুটানে আন্তর্জাতিক অটিজম অ্যান্ড নিউরো ডেভেলপমেন্টাল ডিসঅর্ডার সম্মেলনের প্রস্তুতি সর্ম্পকে আলোচনা হয়েছে।


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি