ঢাকা, মঙ্গলবার   ০১ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

ঢাকায় ভারতের নতুন হাইকমিশনার বিক্রম দোরাইস্বামী

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৮:১০, ১২ জুলাই ২০২০

Ekushey Television Ltd.

বাংলাদেশে ভারতের নতুন হাই হাইকমিশনার হিসেবে আসছেন বিক্রম দোরাইস্বামী। তিনি রীভা গাঙ্গুলী দাসের স্থলাভিষিক্ত হবেন। ভারত সরকার তাকে এই পদে নিয়োগ দিতে যাচ্ছে।    

ভারতের প্রভাবশালী দৈনিক হিন্দুস্তান টাইমস রোববার এক প্রতিবেদনে এ তথ্য জানায়। 

বিক্রম দোরাইস্বামী ভারতীয় পররাষ্ট্র ক্যাডারের ৯২ ব্যাচের একজন কর্মকর্তা। তিনি অতিরিক্ত সচিব পদে যোগ দেয়ার আগে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বাংলাদেশ-মিয়ানমার (বিএম) বিভাগের যুগ্ম সচিব হিসেবে কাজ করেছেন। বিক্রম দোরাইস্বামী এর আগে দক্ষিণ কোরিয়া ও উজবেকিস্তানে ভারতের রাষ্ট্রদূতের দায়িত্ব পালন করেন।

ভারতীয় গণমাধ্যমগুলো বলছেন, বর্তমান হাইকমিশনার রীভা গাঙ্গুলী দাস দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব (পূর্ব) হিসেবে যোগ দিতে পারেন। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব (পূর্ব) হিসেবে দায়িত্ব পালনরত বিজয় ঠাকুর সিং সেপ্টেম্বরে অবসরে যাচ্ছেন। রীভা গাঙ্গুলী দাস গত বছরের ১ মার্চ ঢাকায় আসেন। তার আগে ঢাকায় ভারতের হাইকমিশনার হিসেবে দায়িত্ব পালন করছিলেন হর্ষ বর্ধন শ্রিংলা। তিনি বর্তমানে ভারতের পররাষ্ট্র সচিবের দায়িত্ব পালন করছেন।

এসি


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি