ঢাকা, শুক্রবার   ২২ নভেম্বর ২০২৪

সাহেদের বিরুদ্ধে চট্টগ্রামে প্রতারণা মামলা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২২:১১, ১৩ জুলাই ২০২০ | আপডেট: ২২:৪১, ১৩ জুলাই ২০২০

রিজেন্ট গ্রুপের চেয়ারম্যান মো. সাহেদ ওরফে সাহেদ করিমের নামে প্রতারণার মাধ্যমে ৯১ লাখ ২৫ হাজার টাকা অর্থ আত্মসাতের অভিযোগে চট্টগ্রামের ডবলমুরিং থানায় মামলা দায়ের করেছেন এক ব্যবসায়ী। 

সোমবার (১৩ জুলাই) বিকেলে ডবলমুরিং থানায় মামলাটি দায়ের করেন মো. সাইফুদ্দিন  নামে ওই ব্যক্তি। 

জানা গেছে, মো. সাইফুদ্দিন গাড়ির টায়ার ও যন্ত্রাংশ আমদানিকারক প্রতিষ্ঠান মেসার্স মেগা মোটর্সের মালিক জিয়া উদ্দিন মোহাম্মদ জাহাঙ্গীরের পক্ষে মামলাটি দায়ের করেন। এছাড়া মামলায় শহীদুল্লাহ নামে আরও একজনকে আসামি করা হয়েছে।

ডবলমুরিং থানার পরিদর্শক (তদন্ত)  জহির হোসেন জানান, রিজেন্ট গ্রুপ চেয়ারম্যান মো. সাহেদ ওরফে সাহেদ করিমের নামে প্রতারণার মাধ্যমে ৯১ লাখ ২৫ হাজার টাকা আত্মসাতের অভিযোগে ডবলমুরিং থানায় মামলা দায়ের হয়েছে। মামলাটি তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।

আরকে//


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি