ঢাকা, মঙ্গলবার   ২৪ ডিসেম্বর ২০২৪

ঈদে ৯ দিন বন্ধ থাকছে গণপরিবহন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:১১, ১৫ জুলাই ২০২০

করোনাভাইরাস (কোভিড-১৯) সংক্রমণ ঠেকাতে ঈদুল আজহার পাঁচ দিন আগে থেকে শুরু করে ঈদের পরের তিন দিনসহ মোট নয় দিন বাস-লঞ্চসহ সব ধরনের গণপরিবহন বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার।

মন্ত্রিপরিষদ বিভাগ থেকে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগের কাছে এ সংক্রান্ত চিঠি পাঠানো হয়েছে।

বুধবার সচিবালয়ে এক বৈঠকের শুরুতে এমন নির্দেশনার চিঠি পাওয়ার কথা স্বীকার করেছেন নৌ-পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী।

ঈদুল আজহা উপলক্ষে লঞ্চ, ফেরি, স্টিমার চলাচল ও যাত্রীদের নিরাপত্তা নিশ্চিতকরণসহ কর্মপন্থা নির্ধারণ সংক্রান্ত বৈঠকের শুরুতে প্রতিমন্ত্রী বলেন, ‘ঈদের ৫ দিন আগে থেকে এবং ঈদের পরে ৩ দিন গণপরিবহন বন্ধ রাখার বিষয়ে একটি প্রজ্ঞাপন আমরা পেয়েছি। মিটিং করে সেই আলোকেই আমরা পদক্ষেপ গ্রহণ করব।’

তিনি বলেন, ‘যারা ঈদে বাড়ি যেতে চায় তাদের ঈদের পাচঁ দিন আগেই যেতে হবে। যারা আসতে চায় তাদের তিন দিন পরেই আসতে হবে।’

এদিকে বর্তমানে করোনা সংক্রমণের ঊর্ধ্বমুখী পরিস্থিতির মধ্যেই ঈদ ঘিরে তা আরও বাড়তে পারে বলে সতর্ক করে আসছেন বিশেষজ্ঞরা।

উল্লেখ্য, জিলহজ মাসের চাঁদ দেখা সাপেক্ষে আগামী ৩১ জুলাই বা ১ আগস্ট দেশে ঈদুল আজহা বা কোরবানির ঈদ উদযাপিত হবে।

করোনা মহামারীর কারণে ঈদুল ফিতরের সময়ও গণপরিবহন বন্ধ ছিল। তবে মাইক্রোবাস ও ব্যক্তিগত গাড়ি চলাচলের সুযোগ থাকায় অনেকেই ঈদ করতে বাড়ি গেছেন।

এদিকে স্বাস্থ্য অধিদপ্তরের হিসাব অনুযায়ী, বুধবার সকাল পর্যন্ত দেশে করোনায় মোট মৃতের সংখ্যা দাঁড়াল ২ হাজার ৪৫৭ জনে। শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৯৩ হাজার ৫৯০ জনে।

সর্বশেষ ২৪ ঘণ্টায় করোনায় ৩৩ জনের মৃত্যু হয়েছে। এই সময়ে ভাইরাসটির সংক্রমণ পাওয়া গেছে আরও ৩ হাজার ৫৩২ জনের শরীরে।
এসএ/
 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি