ঢাকা, সোমবার   ২৫ নভেম্বর ২০২৪

সাহেদকে আজ ডিএমপিতে হস্তান্তর করবে র‌্যাব

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:২৮, ১৫ জুলাই ২০২০

করোনার ভুয়া রিপোর্ট ও চিকিৎসায় প্রতারণার সঙ্গে জড়িত রিজেন্ট হাসপাতাল ও রিজেন্ট গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ সাহেদকে আজই ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কাছে হস্তান্তর করবে র‌্যাব।

আজ বুধবার বেলা ৩টায় সদরদপ্তরে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান র‌্যাবের মহাপরিচালক চৌধুরী আবদুল্লাহ আল মামুন।

তিনি বলেন, সাতক্ষীরায় স্থানীয় দালালদের মাধ্যমে সীমান্ত পেরিয়ে ভারতের যাওয়ার চেষ্টা করেন রিজেন্টের চেয়ারম্যান মোহাম্মদ সাহেদ। তিনি ছদ্মবেশে নৌকায় করে সীমান্ত পাড়ি দেয়ার চেষ্টা করছিলেন। ওই সময় র‌্যাব তাকে আটক করে।

এর আগে আজ ভোর সাড়ে ৫টায় সাতক্ষীরার দেবহাটা থানার সাকড় বাজারের পাশে অবস্থিত লবঙ্গপতি এলাকা থেকে সাহেদকে গ্রেফতার করা হয়।

এরপর হেলিকপ্টারে করে তাকে ঢাকায় এনে সরাসরি উত্তরায় র‌্যাবের সদরদপ্তরে নেয়া হয়। সেখানে থেকে কিছুক্ষণ পরেই উত্তরায় সাহেদের কথিত গোপন অফিসে অভিযান চালায় র‌্যাব।

এমবি//


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি