ঢাকা, মঙ্গলবার   ২৪ ডিসেম্বর ২০২৪

আজ ওমানের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ

প্রকাশিত : ১১:১৮, ১৩ মার্চ ২০১৬ | আপডেট: ১১:১৮, ১৩ মার্চ ২০১৬

BD Previewটি-টুয়েন্টি বিশ্বকাপ ক্রিকেটের বাছাই পর্বে রোববার রাতে ওমানের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। ভারতের ধর্মশালায় বাংলাদেশ সময় রাত ৮টায় শুরু হবে ম্যাচটি। বৃষ্টিতে এ ম্যাচ পরিত্যক্ত হলেও চুড়ান্ত পর্বে উঠে যাবে বাংলাদেশ। তবে ম্যাচ খেলেই চুড়ান্ত পর্বে যেহে চায় টাইগাররা। অপেক্ষাকৃত দুর্বল প্রতিপক্ষ ওমানের বিপক্ষে জয় ছাড়া কিছুই ভাবছেনা বাংলাদেশ। এদিকে কোন প্রকার ছার দিতে নারাজ ওমান। নিজেদের সেরাটা দিয়ে জম-জমাট লড়াইয়ের আভাস দিয়েছে তারা।
Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি