‘আসন্ন ঈদে কর্মস্থল ত্যাগ করতে পারবেন না পোশাককর্মীরাও’
প্রকাশিত : ২০:০৯, ১৬ জুলাই ২০২০ | আপডেট: ২০:২২, ১৬ জুলাই ২০২০
(ছবি- সংগৃহীত)
আসন্ন পবিত্র ঈদ উল আজহার ছুটিতে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের মতো তৈরি পোশাক কারখানার শ্রমিকরাও নিজ কর্মস্থল ত্যাগ করতে পারবেন না। বিষয়টি জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
আজ বৃহস্পতিবার দুপুরে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে ঈদ-উল-আযহা উপলক্ষে তৈরি পোশাক শিল্প খাতে শ্রমিকদের বেতন, বোনাস ও ছুটি প্রদানসহ শিল্প এলাকায় সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কিত সভা শেষে সাংবাদিকদের এমনটি জানান স্বরাষ্ট্রমন্ত্রী।
মন্ত্রী জানান, করোনা ভাইরাস মহামারীর কারণে সরকারি ছুটির সঙ্গে মিল রেখে পোশাক শ্রমিকদেরও কোরবানির ঈদের ছুটি তিন দিন থাকছে। ছুটিকালীন সময়ে কোনো সরকারি কর্মকর্তা-কর্মচারী কর্মস্থল ত্যাগ করতে পারবেন না। একই সঙ্গে এ তিন দিন পোশাক কারখানার শ্রমিকরাও তাদের কর্মস্থল ত্যাগ করতে পারবেন না।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘তৈরি পোশাক কারখানার শ্রমিকদের ইতোমধ্যে জুন মাসের বেতন দেওয়া হয়েছে। জুলাই মাসের বেতন, বোনাসের বিষয়ে বিজিএমইএ এর সঙ্গে বৈঠকে করে শ্রম মন্ত্রণালয় সিদ্ধান্ত নেবে।’
এমএস/এসি
আরও পড়ুন