ঢাকা, মঙ্গলবার   ০৭ জানুয়ারি ২০২৫

ঢাকা দক্ষিন সিটির সব এলাকায় এলইডি বাল্ব লাগানোর ঘোষনা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:০৪, ১০ এপ্রিল ২০১৭

আগামী জুলাই মাসের মধ্যে ঢাকা দক্ষিন সিটির সব এলাকায় এলইডি বাল্ব লাগানোর ঘোষনা দিয়েছেন মেয়র সাঈদ খোকন।

রাজধানীর যাত্রাবাড়ী চৌরাস্তা পার্কে সিটি কর্পোরেশনের নিয়মিত আয়োজন জনতার মুখোমুখি অনুষ্ঠানে এ ঘোষনা দেন তিনি।  গ্যাস, পানি-সহ নিত্য প্রয়োজনীয় চাহিদা মেটাতে কর্পোরেশনের সংশ্লিষ্ট বিভাগ কাজ করছে বলেও জানান মেয়র। এসময় স্থানীয় জনগনের বিভিন্ন সমস্যার তাৎক্ষনিক সমাধানের আশ্বাস দেন তিনি। অনুষ্ঠানে ঢাকা দক্ষিণ সিটির প্রধান নির্বাহী-সহ বিভিন্ন সেবা সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি