ঢাকা, মঙ্গলবার   ২৪ ডিসেম্বর ২০২৪

পাপুলের স্ত্রী ও শ্যালিকাকে দুদকের জিজ্ঞাসাবাদ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:২১, ২২ জুলাই ২০২০

অর্থপাচার ও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে সংরক্ষিত আসনের সংসদ সদস্য সেলিনা ইসলাম ও তার বোন জেসমিন ইসলামকে জিজ্ঞাসাবাদ করেছে দুর্নীতি দমন কমিশন-দুদক। সেলিনা ইসলাম মানবপাচার মামলায় কুয়েতে গ্রেফতার সংসদ সদস্য কাজী শহিদ ইসলাম পাপুলের স্ত্রী।

বুধবার সকাল ১০টার দিকে রাজধানীর সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয়ে উপস্থিত হন সংসদ সদস্য পাপুলের স্ত্রী সেলিনা ও শ্যালিকা জেসমিন। সাড়ে ১০টার দিকে জিজ্ঞাসাবাদ শুরু হয়। বেলা সাড়ে ১২টা পর্যন্ত জিজ্ঞাসাবাদ চলে। গত ১২ জুলাই তাদেরকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করে নোটিশ দিয়েছিল দুদক। এর আগে ১৭ জুন সেলিনা, তার মেয়ে ওয়াফা ইসলাম ও বোন জেসমিনের দেশত্যাগে নিষেধাজ্ঞা দেয় প্রতিষ্ঠানটি। ২২ জুন তাদের ব্যক্তিগত ও ব্যবসায়িক দেশি-বিদেশি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে থাকা সব ব্যাংক হিসাব স্থগিত করতে বাংলাদেশ ব্যাংককে চিঠি দেয়া হয় দুদক। 

তবে দুদকের চাহিদা অনুযায়ী নথিপত্রের একাংশ তারা জমা দিলেও অবশিষ্ট অংশ জমা দিতে সময় প্রার্থনা করেন। দুদকের জনসংযোগ কর্মকর্তা (পরিচালক) প্রনব কুমার ভট্টাচার্য্য এ তথ্য গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

প্রসঙ্গত, গত ১২ জুলাই তাদের তলব করে নোটিশ পাঠায় দুদক। অর্থ ও মানবপাচার এবং ভিসা বিক্রির অভিযোগে কুয়েতে গ্রেফতার পাপুল ও তার কুয়েতি প্রতিষ্ঠানের মারাফি কুয়েতিয়া কোম্পানির অ্যাকাউন্টে ৫০ লাখ কুয়েতি দিনার (বাংলাদেশি মুদ্রায় ১৩৭ কোটি ৮৮ লাখ ৮৩ টাকা) জব্দের খবর পাওয়া গেছে। গত ৬ জুন রাতে কুয়েতের মুশরেফ আবাসিক এলাকা থেকে দেশটির অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) গ্রেফতার করে পাপুলকে।

নিউজটি ভিডিওতে দেখুন-

 

এসইউএ/এসি

 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি