ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

পদত্যাগ করা স্বাস্থ্যের ডিজি ও বর্তমান এডিজিকে জিজ্ঞাসাবাদ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৯:৪৪, ২২ জুলাই ২০২০

গতকাল মঙ্গলবার পদত্যাগপত্র জমা দেওয়া স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক আবুল কালাম আজাদ ও অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক নাসিমা সুলতানাকে জিজ্ঞাসাবাদ করছে মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ।

আজ বুধবার ডিবির যুগ্ম কমিশনার মাহবুব আলম গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, জেকেজি হেলথ কেয়ারকে অনুমোদন দেওয়ার বিষয়ে তাঁদের কাছ থেকে কিছু কাগজপত্র চেয়ে ডিবি অফিসে ডাকা হয়েছে। তাঁদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

এর আগে গতকাল মাস্ক, পিপিই কেনায় দুর্নীতি এবং লাইসেন্সের মেয়াদোত্তীর্ণ হওয়া রিজেন্ট হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে চুক্তি করায় সমালোচনার জেরে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক আবুল কালাম আজাদ পদত্যাগপত্র জমা দেন। এরই মধ্যে তাঁর পদত্যাগপত্র গ্রহণের প্রক্রিয়া শুরু করেছে সরকার।

আরকে//


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি