ঢাকা, রবিবার   ০৬ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

ফের অভ্যন্তরীণ রুটে উড়ছে বিমান

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২২:৪৮, ২২ জুলাই ২০২০ | আপডেট: ২২:৫০, ২২ জুলাই ২০২০

Ekushey Television Ltd.

কোরবানির ঈদের আগে আবার অভ্যন্তরীণ রুটে ফ্লাইট শুরু করতে যাচ্ছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস। আগামী ২৫ জুলাই ঢাকা থেকে চট্টগ্রাম, সিলেট ও সৈয়দপুরে বিমান নিয়মিত ফ্লাইট পরিচালনার সিদ্ধান্ত নিয়েছে রাষ্ট্রায়ত্ব বিমান সংস্থাটি।

বিমানের উপ-মহাব্যবস্থাপক (জনসংযোগ) তাহেরা খন্দকার বলেন, প্রতিদিন এই তিন রুটের আসা যাওয়াসহ চট্টগ্রামে ৬টি, সিলেটে ৬টি ও সৈয়দপুরে ৪টি অর্থাৎ ১৬টি ফ্লাইট পরিচালনা করবে বিমান। মহামারী শুরুর আগের ভাড়াতেই যাত্রীরা ভ্রমণ করতে পারবেন বলে জানান তিনি।

করোনাভাইরাস মহামারীর কারণে গত মার্চ থেকে বাংলাদেশে সাতটি আভ্যন্তরীণ গন্তব্যে ফ্লাইট চলাচল বন্ধ ছিল প্রায় আড়াই মাস। বিধিনিষেধ শিথিল হওয়ার পর ১ জুন ঢাকা থেকে সিলেট, চট্টগ্রাম ও সৈয়দপুরে উড়োজাহাজ চলাচল শুরু হয়। বেবিচকের অনুমতি পেয়েও যাত্রী সঙ্কটের কথা বলে এতদিন আভ্যন্তরীণ ফ্লাইট বন্ধ রেখেছিল বিমান। তবে বেসরকারি বিমান সংস্থাগুলো এসব রুটে ফ্লাইট চালিয়ে আসছে।

আরকে//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি