ঢাকা, বৃহস্পতিবার   ২৩ জানুয়ারি ২০২৫

ভারতের ১০টি ব্রডগেজ রেল ইঞ্জিন আসছে আগামীকাল 

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৮:৫০, ২৬ জুলাই ২০২০

এই ব্রডগেজ রেল ইঞ্জিনই বাংলাদেশকে উপহার দিয়েছে ভারত- সংগৃহীত

এই ব্রডগেজ রেল ইঞ্জিনই বাংলাদেশকে উপহার দিয়েছে ভারত- সংগৃহীত

উপহার হিসেবে ভারতের দেওয়া ১০টি ব্রডগেজ রেল ইঞ্জিন আগামীকাল সোমবার বাংলাদেশে আসছে। রেলপথ মন্ত্রী নূরুল ইসলাম সুজন ঈদুল আজহার আগে বিষয়টিকে ‘ঈদ উপহার’ হিসেবেই দেখছেন। ভারত থেকে ব্রডগেজ রেল ইঞ্জিন আসার বিষয়টি চূড়ান্ত হয়ে গেছে বলেও জানান তিনি। 

রেলপথ মন্ত্রী বলেন, ‘ঐ দিন দুপুর আড়াইটার মধ্যে আমাদের পররাষ্ট্রমন্ত্রী ও আমি নিজে এবং ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী ও রেলমন্ত্রী ভিডিও কনরফারেন্সের মাধ্যমে এ ইঞ্জিন উপহার অনুষ্ঠানে অংশ নেব।’

তিনি আরও জানান, ইঞ্জিনগুলো হস্তান্তরে ভারতীয় রেলের পক্ষ থেকে দর্শনা সীমান্তে (ওপারে গেদে সীমান্ত) আনুষ্ঠানিকতা পালন করা হবে।

এমএস/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি