ঢাকা, শনিবার   ২৩ নভেম্বর ২০২৪

লোকসান গুনছে বেসরকারী বিমান সংস্থা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৮:০৪, ২৬ জুলাই ২০২০

করোনাকালে দেশের বেসরকারি বিমান সংস্থাগুলো প্রতিমাসে গড়ে একশ’ কোটি টাকার মতো লোকসান গুনছে। ক্ষতি পুষিয়ে নিতে এরইমধ্যে কোম্পানিগুলো কার্গো ও চার্টার্ড ফ্লাইট পরিচালনা শুরু করেছে। সংকট উত্তরণে সরকারকে বেশ কিছু প্রস্তাবও দেয়া হয়েছে সংস্থাগুলোর পক্ষ থেকে। 

করোনার ধাক্কায় ২ মাসেরও বেশী সময় বন্ধ ছিলো আকাশ যোগাযোগ। গত পহেলা জুন থেকে অভ্যান্তরিন রুটে স্বাস্থ্যবিধি মেনে চালু হয়েছে বিমান চলাচল। শুরুর দিন থেকেই ফ্লাইট পরিচালনা করছে  ইউএস বাংলা ও নভোএয়ার। তবে যাত্রী কম থাকায় ক্ষতি কাটিয়ে উঠতে হিমশিম অবস্থা।

ইউএস বাংলার মহাব্যবস্থাপক জানালেন, করোনায় গত কয়েক মাসে যে ক্ষতি হয়েছে তা কাটিয়ে উঠতে দীর্ঘ সময় লাগবে। 

ইউএস বাংলার মহাব্যবস্থাপক কামরুল ইসলাম জানান, কোভিড ১৯ এর সময় কার্গোফ্লাইট, চার্টাড ফ্লাইট পরিচালনার সুযোগ পেয়েছিলেন, তারপরও প্রতিমাসে একশত কোটি টাকা আয় থেকে বঞ্চিত হয়েছেন। 

টিকে থাকতে সরকারের সহযোগিতাও চেয়েছে বিমান সংস্থাগুলো। এজন্য সরকারের কাছে গুচ্ছ প্রস্তাবনা দিয়েছে তারা। আন্তর্জাতিক রুটে ফ্লাইট চলাচল শুরু হলে সংকট থেকে উত্তরণ সম্ভব হবে মনে করছে বেসরকারি বিমান সংস্থাগুলো।    

নিউজটি ভিডিওতে দেখুন- 

 

এসইউএ/এসি

 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি