ঢাকা, শুক্রবার   ১১ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

আজ থেকে ৩ দিন বৃষ্টিপাতের সম্ভাবনা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৮:৪৫, ৩০ জুলাই ২০২০

Ekushey Television Ltd.

আজ বৃহস্পতিবার থেকে আগামী শনিবার পর্যন্ত দেশের অধিকাংশ জায়গায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে। এ তথ্য বার্তা সংস্থা বাসসকে জানিয়েছে আবহাওয়াবিদ মো. শাহীনুল ইসলাম।

মো. শাহীনুল ইসলাম জানান, এই তিনদিন রংপুর, ময়মনসিংহ এবং সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

তিনি বলেন, এই সময়ে সারাদেশেই প্রকৃতি শুষ্ক থাকার সম্ভাবনা কম। দেশের কোথাও কোথাও মাঝারী থেকে ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। বিশেষ করে, রংপুর, ময়মসিংহ এবং সিলেট বিভাগেই বৃষ্টির পরিমাণ বেশি হতে পারে।

তবে, ৩০ এবং ৩১ জুলাইয়ে দেশের মধ্যাঞ্চলের কোথাও কোথাও বৃষ্টিপাতের প্রবণতা হ্রাস পেতে পারে। কিন্তু পরে তা বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে। উত্তরাঞ্চলে হালকা বাতাসসহ বজ্রপাতের সম্ভাবনাও রয়েছে।
এএইচ/এসএ/
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি