ঢাকা, শুক্রবার   ১৮ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

ঈদের দিন হালকা বৃষ্টি হতে পারে

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:০১, ৩১ জুলাই ২০২০

Ekushey Television Ltd.

আগামীকাল দেশে পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে। সকালে ঈদের নামাজ শেষ করেই শুরু হবে পশু কোরবানি। ওই সময় বৃষ্টি হলে কোরবানির আনুষঙ্গিক কার্যক্রমে ব্যাঘাত ঘটে। তবে কোরবানির কার্যক্রম শেষে বৃষ্টিটা অনেকের কাছে আশীর্বাদই বটে। পশু জবাই শেষে বৃষ্টি এলে রক্ত আর ময়লা ধুয়েমুছে যাবে।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, কোরবানির ঈদের দিন দেশের কোথাও কোথাও হঠাৎ করে বৃষ্টি নেমে যেতে পারে। তবে ভারি বৃষ্টির সম্ভাবনা নেই।

আবহাওয়াবিদ আরিফ হোসেন বলেন, ‘আগস্টের প্রথম দিন সিলেট ও রংপুর বিভাগে কিছু বৃষ্টি হতে পারে।’ 

তবে আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে বলা হয়েছে, আজ শুক্রবার দেশের বিভিন্ন জায়গায় মাঝারি থেকে ভারি বর্ষণ হতে পারে। বিশেষ করে রংপুর বিভাগের অধিকাংশ জায়গার পাশাপাশি ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং ঢাকা, রাজশাহী, খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে।
এসএ/
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি