ঢাকা, শুক্রবার   ২২ নভেম্বর ২০২৪

পাটুরিয়া ঘাটে মানুষের ঢল

রাজবাড়ীপ্রতিনিধি: 

প্রকাশিত : ১৮:৩৪, ৩১ জুলাই ২০২০

দৌলতদিয়া ঘাটে ঘর মুখি যাত্রীদের চাপ না থাকলেও পাটুরিয়া লঞ্চ ও ফেরি ঘাটে যাত্রী ও যানবাহনের চাপ রয়েছে। ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করেও ফেরিতে উঠতে পারছেনা যাত্রীরা। এতে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে ঘর মুখি সাধারণ মানুষের।

এদিকে দৌলতদিয়া ঘাটে দেখা যায়, যাত্রীদের উল্লেখ যোগ্য চাপ নেই। ফেরি পার হয়ে এসে সহজেই গন্তব্য স্থানে যেতে পারছে যাত্রীরা। তবে রাস্তায় গনপরিবহনের চেয়ে মটরসাইকেল আরোহী বেশি রয়েছে।

বিআইডাব্লিউটিসি দৌলতদিয়া ঘাট শাখার সহকারি ব্যবস্থাপক মাহাবুবুর রহমান জানান, স্রোতের কারনে ফেরিগুলো একটু সময় বেশি লাগছে। তবে যানবাহন পারাপারে কোন প্রকার সমস্যা হচ্ছে না। তিনি আরো জানান, দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে বর্তমান ১৫টি ছোট-বড় ফেরি চলাচল স্বাভাবিক রয়েছে।

আরকে//


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি