রাজধানীতে জেএমবির কমান্ডারসহ ৫ জঙ্গি গ্রেপ্তার
প্রকাশিত : ১৩:৫০, ১৪ মার্চ ২০১৬ | আপডেট: ১৩:৫০, ১৪ মার্চ ২০১৬
রাজধানীর মাতুয়াইলে র্যাবের অভিযানে জেএমবির ময়মনসিংহ অঞ্চলের কমান্ডারসহ ৫ জঙ্গিকে গ্রেপ্তার করা হয়েছে। হুজাইফা আকন্দ নামে এই কমান্ডার এক সময় নিষিদ্ধ হিযবুত তাহরির ও হরকাতুল জিহাদের সাথেও জড়িত ছিল বলে জানিয়েছে র্যাব। তাদের আস্তানা থেকে বিপুল পরিমান বোমা ও বোমা তৈরির সরঞ্জামও উদ্ধার হয়।
আগেই তথ্য জানা ছিলো, সে অনুযায়ী রোববার রাতে ডেমরার মাতুয়াইলের বাগবাড়ীর এই বাড়িতে অভিযান চালায় র্যাব। এ সময় বোমা ও বোমা তৈরির সরঞ্জামসহ জেএমবির ময়মনসিংহ জেলা আমির হুজাইফা আকন্দ ও তার ৪ সহযোগিকে গ্রেপ্তার করা হয়।
হুজাইফা ও তার সহযোগিরা রাজধানী এবং এর আশপাশ এলাকায় বড় ধরণের নাশকতা চালানোর পরিকল্পনা নিয়ে এগোচ্ছিল বলে জানায় র্যাব।
গ্রেপ্তার জঙ্গিরা অর্থের যোগানদাতা সম্পর্কেও তথ্য দিয়েছে।
২০১৪ সালের ফেব্র“য়ারিতে ত্রিশালে সালাউদ্দিন সালেহিন ও জাহিদুল ইসলাম মিজান নামে দুই জঙ্গি ছিনতাইয়ের সাথে গ্রেপ্তারকৃতরা জড়িত কি-না খতিয়ে দেখা হচ্ছে বলেও জানান তিনি।
আরও পড়ুন