ঢাকা, শনিবার   ২৩ নভেম্বর ২০২৪

মীর কাশেমের মামলা নিয়ে আদালত সম্পর্কে অবমাননাকর বক্তব্য দেওয়ায় নিঃশর্ত ক্ষমা চেয়েছেন খাদ্যমন্ত্রী

প্রকাশিত : ১৩:৫৭, ১৪ মার্চ ২০১৬ | আপডেট: ১৩:৫৭, ১৪ মার্চ ২০১৬

মীর কাশেম আলীর মামলা নিয়ে আদালত সম্পর্কে অবমাননাকর বক্তব্য দেওয়ায় নিঃশর্ত ক্ষমা চেয়েছেন খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম। তার আইনজীবীরা সকালে ক্ষমার আবেদন করেন। কামরুলের আইনজীবী মামুন মাহবুব পরে সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেন। খাদ্যমন্ত্রী দেশের বাইরে স্ব-শরীরে উপস্থিত থাকার জন্য তিনি ১ সপ্তাহ সময়ের আবেদন করেন। ৮ মার্চ মীর কাসেম আলীর মামলার আপিলের রায়ের দিনে দুই মন্ত্রী মুক্তিযোদ্ধা বিষয়কমন্ত্রী আ ক ম মোজাম্মেল হক ও খাদ্যমন্ত্রী কামরুল ইসলামের বিরুদ্ধে আদালত অবমাননার দায়ে কেন দোষী সাব্যস্ত করা হবে না এ মর্মে রুল জারি করেছিলেন আদালত। রুলের জবাব দেওয়ার শেষ দিন ছিল সোমবার। দুই মন্ত্রীকে ১৫ মার্চ স্ব-শরীরে উপস্থিত থাকার নির্দেশ দিয়েছিলেন আদালত।
Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি