ঢাকা, বুধবার   ২২ জানুয়ারি ২০২৫

টাঙ্গাইলে পানিবন্দী মানুষ, গাজীপুরে ক্ষতিগ্রস্ত মৎস্য চাষিরা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:২১, ১২ আগস্ট ২০২০

দেশের বিভিন্ন স্থানে অনেকটা উন্নতি হলেও দীর্ঘস্থায়ী বন্যায় অতিষ্ঠ ঢাকার অদূরে দুই জেলার বন্যাকবলিতরা। এর মধ্যে টাঙ্গাইলের বিভিন্ন এলাকায় এখনও পানিবন্দী অবস্থায় রয়েছে কয়েক হাজার মানুষ। আর চলমান বন্যায় বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে গাজীপুরের মৎস্য খাত। 

সরেজমিন ঘুরে দেখা যায়, টাঙ্গাইলের পূর্বাঞ্চলের উপজেলাগুলোতে বন্যা দীর্ঘস্থায়ী রূপ নিয়েছে। বাসাইল, মির্জাপুর ও কালিহাতী উপজেলার বিভিন্ন এলাকা এখনও পানির নিচে। প্রায় একমাস যাবত অসংখ্য পরিবার বিভিন্ন স্কুল, কলেজে আশ্রয় নিয়েছে।

প্রত্যন্ত এলাকায় খাদ্য ও নিত্য প্রয়োজনীয় পণ্যের অভাব দেখা দিয়েছে। যারা আশ্রয় কেন্দ্রে অবস্থান করছে তারা কিছুটা ত্রাণের আওতায় এলেও বাড়িতে অবস্থান করা দুর্গতরা ত্রাণ পাচ্ছেন না।

অপরদিকে, গাজীপুরে বন্যায় সবচেয়ে বেশি ক্ষতির মুখে পড়েছে মৎস খাত। কালিয়াকৈর উপজেলায় এবারের বন্যায় প্রায় ১১শ’ মাছের খামার ও পুকুর তলিয়ে গেছে। বন্যার পানিতে ভেসে যাওয়ায় আর্থিকভাবে ক্ষতির সম্মুখীন এগুলোর ব্যবসায়ী ও খামার মালিকরা ।

এআই//এমবি


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি