ঢাকা, মঙ্গলবার   ২৬ নভেম্বর ২০২৪

‘সিপিডি কোন হিসাব ছাড়াই কথা বলছে’

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৮:৩৭, ১৭ আগস্ট ২০২০

বেসরকারি গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি) যে প্রবৃদ্ধির কথা বলেছে সেটা কোন হিসাব ছাড়াই বলেছে বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।

আজ সোমবার (১৭ আগস্ট) এক ভিডিও কনফারেন্সে অর্থমন্ত্রী এ মন্তব্য করেন। এ সময় জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুন মুনিম এবং অর্থ মন্ত্রণালয় ও এনবিআরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
 
অর্থমন্ত্রী বলেন, ২০১৯-২০ অর্থবছরে মোট দেশজ উৎপাদনের (জিডিপি) প্রবৃদ্ধি ৫ দশমিক ২ শতাংশ হবে। এ কথাগুলো আমি তথ্য-উপাত্তের ভিত্তিতে বলেছি। আমি প্রাক্কলন ৮ দশমিক ২ শতাংশ বলিনি। আর সিপিডি বলছে মোট দেশজ উৎপাদনের (জিডিপি) প্রবৃদ্ধি হবে ২ দশমিক ৫ শতাংশ। সিপিডি এটি আন্দাজের ওপর বলেছে। তারা তথ্য-উপাত্তের ভিত্তিতে বলেনি। সিপিডির প্রবৃদ্ধি প্রাক্কলন গ্রহণযোগ্য নয়।

সিপিডির বক্তব্যের সমালোচনা করে আ হ ম মুস্তফা কামাল বলেন, সিপিডির বক্তব্য আন্দাজ নির্ভর। তারা আমাদের তথ্য-উপাত্ত কাঁচামালের ব্যবসার মতো মনে করেন।

আরকে//


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি