ঢাকা, বৃহস্পতিবার   ২৩ জানুয়ারি ২০২৫

মোশাররফ হোসেন ভূঁইয়াকে জার্মানীর রাষ্ট্রদূত নিয়োগ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৯:৫৫, ১৭ আগস্ট ২০২০

সাবেক সিনিয়র সচিব মোশাররফ হোসেন ভূঁইয়াকে জার্মানীর রাষ্ট্রদূত হিসাবে নিয়োগ দেয়া হয়েছে। সোমবার (১৭ আগস্ট) পররাষ্ট্রমন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সিনিয়র সচিব থেকে অবসর নেয়ার আগ পর্যন্ত তিনি জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যানসহ সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্বে নিয়োজিত ছিলেন।

মোশাররফ হোসেন ভূঁইয়া ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। তিনি আমেরিকার ম্যাসাচুয়েটসের উইলিয়ামস কলেজ থেকে উন্নয়ন অর্থনীতি বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যাক্তিজীবনে তিনি তিন সন্তানের জনক।

এসি


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি