ঢাকা, শুক্রবার   ২৭ ডিসেম্বর ২০২৪

তিন দিনব্যাপী রজতজয়ন্তী উদযাপন করবে ডিআরইউ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২০:৩৫, ১৮ আগস্ট ২০২০

ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) ২৫ বছর পূর্তিতে রজতজয়ন্তী উদযাপনের লক্ষ্যে গঠিত আহবায়ক কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার ১৮ আগস্ট সংগঠনের নসরুল হামিদ মিলানায়তনে এ সভা হয়।

এতে রজতজয়ন্তী উদযাপন কমিটির চেয়ারম্যান, সাবেক সভাপতি শাহজাহান সরদারের সভাপতিত্ব করেন। সভায় চলতি বছরের ৮, ৯ ও ১০ অক্টোবর তিন দিনব্যাপী রজত জয়ন্তী উৎসব পালনের সম্ভাব্য তারিখ নির্ধারণ করা হয়।

সভায় রজত জয়ন্তী উৎসব পালনে গঠিত ১০১ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি ও বেশ কয়েকটি উপ-কমিটির অনুমোদন দেয়া হয়।

সভায় বক্তব্য রাখেন জাতীয় প্রেস ক্লাবের সভাপতি ও দৈনিক যুগান্তর সম্পাদক সাইফুল আলম, রজতজয়ন্তী উদযাপন কমিটির কো-চেয়ারম্যান ডিআরইউর প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক মোস্তফা ফিরোজ, ডিআরইউর সাবেক সভাপতি ও জাতীয় প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক শাহেদ চৌধুরী, প্রতিষ্ঠাতা কার্যনির্বাহী সদস্য মুফদি আহমেদ ও আজম মীর শহীদুল আহসান, প্রতিষ্ঠাতা সদস্য কাজী আবদুল হান্নান, আমান-উদ-দৌলা, বদিউল আলম, ডিআরইউর সভাপতি ও রজতজয়ন্তী উদযাপন কমিটির আহবায়ক রফিকুল ইসলাম আজাদ, সাধারণ সম্পাদক ও সদস্য সচিব রিয়াজ চৌধুরী, সাবেক সভাপতি ইলিয়াস হোসেন, সাবেক সাধারণ সম্পাদক রাজু আহমেদ, মুরসালিন নোমানী, সৈয়দ শুকুর আলী শুভ ও কবির আহমেদ খান, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি কুদ্দুস আফ্রাদ,সাবেক সহ-সভাপতি মাহমুদা চৌধুরী ও মো: শরীফুল ইসলাম, সাবেক যুগ্ম সম্পাদক শেখ মামুনুর রশীদ, সিনিয়র সদস্য সেলিম সামাদ, সাবেক প্রশিক্ষণ ও গবেষণা সম্পাদক মশিউর রহমান, সাবেক কল্যাণ সম্পাদক শাহনাজ শারমীন, সাবেক কার্যনির্বাহী সদস্য ড.কুদরত-ই খোদা, মোজাম্মেল হক চঞ্চল প্রমুখ।

সভায় কর্মসূচি বাস্তবায়নে মতামত ও পরামর্শ তুলে ধরেন রজতজয়ন্তী উদযাপন কমিটির সদস্যরা।

আরকে//


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি