ঢাকা, বৃহস্পতিবার   ২৩ জানুয়ারি ২০২৫

টি-টুয়েন্টি নারী বিশ্বকাপ ক্রিকেটে উদ্বোধনী ম্যাচে কাল ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ

প্রকাশিত : ১৮:৫৯, ১৪ মার্চ ২০১৬ | আপডেট: ১৮:৫৯, ১৪ মার্চ ২০১৬

wcটি-টুয়েন্টি নারী বিশ্বকাপ ক্রিকেটের উদ্বোধনী ম্যাচে কাল স্বাগতিক ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ। ব্যাঙ্গালোরেতে খেলাটি শুরু হবে বিকেল ৪টায়। বিশ্বকাপে অংশ নিতে ৮ই মার্চ ভারত গেছে বাংলাদেশের নারী ক্রিকেট দল। মূল পর্বে খেলার আগে দুইটি প্রস্তুতি ম্যাচ খেলেছে বাংলাদেশ। যার মধ্যে প্রথম ম্যাচে শ্রীলংকার কাছে ৫ উইকেটে হারে জাহানারা আলমের দল। তবে দ্বিতীয়ও শেষ প্রস্তুতি ম্যাচে আয়ারল্যান্ডকে ৮ উইকেটের বড় ব্যবধানে হারায় বাংলাদেশ। এ জয়ে দলের আত্মবিস্বাস অনেক বেড়েছে বাংলাদেশের। নিজেদের সেরাটা দিয়ে ভাল করতে চায় জাহানারারা।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি