ঢাকা, শনিবার   ১৫ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

রিজার্ভের টাকা চুরির ঘটনায় দেশী-বিদেশী ষড়যন্ত্র চলছে মন্তব্য আওয়ামী লীগ নেতাদের

প্রকাশিত : ১৬:৫৫, ১৪ মার্চ ২০১৬ | আপডেট: ১৬:৫৫, ১৪ মার্চ ২০১৬

Ekushey Television Ltd.

alবাংলাদেশ ব্যাংক রিজার্ভের টাকা চুরির ঘটনায় দেশী-বিদেশী ষড়যন্ত্র চলছে বলে মন্তব্য করেছেন, আওয়ামী লীগ নেতারা। রাজধানীতে আলাদা আলোচনা সভায় তারা মন্তব্য করেন। সোমবার রাজধানীর রিপোটার্স ইউনিটিতে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকীর আলোচনা সভায় আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক হাছান মাহমুদ বলেন, বাংলাদেশ ব্যাংকের রিজার্ভের টাকা চুরির ঘটনার তদন্ত চলছে। তবে এ ঘটনায় দেশী-বিদেশী বহুমাত্রিক ষড়যন্ত্রের আভাস রয়েছে। বঙ্গবন্ধু একাডেমী আয়োজিত অপর অনুষ্ঠানে আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য নূহ আলম লেনিন বলেন, টাকা চুরির ঘটনায় অপরাধীদের খুঁজে বের করে দৃষ্টান্তমুলক শাস্তি নিশ্চিত করতে হবে।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি