এক বছরেই ঢাকার ৫ প্রকল্প শেষ করবে ভারত
প্রকাশিত : ২৩:৪৬, ২১ আগস্ট ২০২০
আগামী এক বছরের মধ্যেই বাংলাদেশে পাঁচটি প্রকল্প শেষ করবে ভারত। দেশটির পররাষ্ট্র সচিব হর্ষ বর্ধন শ্রিংলা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠকে এ তথ্য জানিয়েছেন। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র অনুরাগ শ্রীবাস্তব শুক্রবার (২১ আগস্ট) গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন।
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিশেষ বার্তা নিয়ে হঠাৎ করেই ঢাকায় আসেন দেশটির পররাষ্ট্র সচিব হর্ষ বর্ধন শ্রিংলা। ১৮ আগস্ট ঢাকায় আসার প্রথম দিনেই প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে গণভবনে বৈঠক করেন শ্রিংলা। বৈঠকে ভারতের প্রধানমন্ত্রীর বিশেষ বার্তা পৌঁছে দেন। ভারতের প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সম্পর্ক জোরদারে বিশেষ আগ্রহী মোদীর সেই বার্তাই দিয়েছেন শ্রিংলা।
প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে ভারতের পররাষ্ট্র সচিব হর্ষ বর্ধন শ্রিংলা অবহিত করেন, আগামী এক বছরের মধ্যেই বাংলাদেশে পাঁচটি প্রকল্প শেষ করবে ভারত।
প্রকল্পগুলো হলো- ভারত-বাংলাদেশ ফ্রেন্ডশিপ পাইপলাইন, রামপাল-মৈত্রী বিদ্যুৎকেন্দ্র, আখাউড়া-আগরতলা, চিলাহাটি-হলদিবাড়ি এবং খুলনা-মোংলা রেল সংযোগ।
প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সম্পর্ক জোরদারের অংশ হিসেবে ১৮ আগস্ট ঢাকায় আসেন হর্ষ বর্ধন শ্রিংলা। ১৯ আগস্ট তিনি ঢাকা ত্যাগ করেন। ভারতের পররাষ্ট্র সচিব হওয়ার পর এটি ঢাকায় তার দ্বিতীয় সফর। এর আগে চলতি বছরের ২ মার্চ দুইদিনের সফরে ঢাকায় এসেছিলেন তিনি।
আরকে//
আরও পড়ুন