মুক্তির মহানায়ক আলোকচিত্র প্রদর্শনীর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
প্রকাশিত : ২০:৩৮, ২৩ আগস্ট ২০২০
মুজিব শতবর্ষ এবং ১৫ আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষ্যে বাংলাদেশ শিল্পকলা একাডেমি আয়োজন করেছে ভার্চুয়াল চিত্রকর্ম ও আলোকচিত্র প্রদর্শনী ‘মুক্তির মহানায়ক’। বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী এর পরিকল্পনায় সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় প্রদর্শনীর আয়োজন করা হয়।
২৩ আগস্ট ২০২০ সকাল ১১টায় মুজিব শতবর্ষ এবং ১৫ আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষ্যে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন জাতীয় বাস্তবায়ন কমিটি আয়োজিত অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রদর্শনীর শুভ উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালা ভবনের ১,২ ও ৩ নং গ্যালারী এবং জাতীয় চিত্রশালা প্লাজার বঙ্গবন্ধু কর্নারে প্রদর্শনী
চলবে ২৩ আগস্ট থেকে ৬ সেপ্টেম্বর ২০২০ পর্যন্ত।
অনলাইনে http://shilpakala.gov.bd/ মাধ্যমে প্রদর্শনী পরিদর্শন করা যাবে।
আরকে//
আরও পড়ুন