ঢাকা, মঙ্গলবার   ২৪ ডিসেম্বর ২০২৪

পাবনা-৪ আসনে উপনির্বাচন ২৬ সেপ্টেম্বর

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০০:০৭, ২৪ আগস্ট ২০২০

নির্বাচন কমিশন (ইসি) আগামী ২৬ সেপ্টেম্বর ভোটগ্রহণের তারিখ নির্ধারণ করে পাবনা-৪ আসনে উপনির্বাচনের তফসিল ঘোষণা করেছে।

রোববার (২৩ আগস্ট) বিকেলে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে কমিশন সচিবালয়ের সিনিয়র সচিব মো. আলমগীর এ তফসিল ঘোষণা করেন।

ঢাকা-৫ ও নওগাঁ-৬ শূন্য আসনে উপনির্বাচন আগামী ১৭ অক্টোবর অনুষ্ঠিত হবে বলেও তিনি জানান।

ঘোষিত তফসিল অনুযায়ী পাবনা-৪ আসনে মনোনয়নপত্র সংগ্রহের শেষ দিন ২ সেপ্টেম্বর। মনোয়নপত্র যাচাই-বাছাই ৩ সেপ্টেম্বর, প্রত্যাহারের শেষ দিন ৮ সেপ্টেম্বর। ঢাকা-৫ ও নওগাঁ-৬ শূন্য আসনের বিস্তারিত তফসিল পরে ঘোষণা করা হবে বলে তিনি জানান।

এর আগে বিকেল ৩টায় নির্বাচন কমিশনের ৬৮তম বৈঠক শুরু হয়। বৈঠক শেষে তফসিল ঘোষণা করেন সচিব। তিনি জানান, পাবনা-৪ আসনে ব্যালটের মাধ্যমে ভোটগ্রহণ করা হবে।

সাবেক ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ ডিলু মারা যাওয়ায় পাবনা-৪ (আটঘরিয়া-ঈশ্বরদী) আসন শূন্য হয়। ২ এপ্রিল চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

সচিব বলেন, করোনার কারণে নির্বাচনী প্রচারণায় জনসভা-পথসভা মিছিলসহ বাড়ি-বাড়ি গিয়ে ভোট চাইতে পারবেন না প্রার্থীরা।

এসি

 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি