ঢাকা, মঙ্গলবার   ০৩ ডিসেম্বর ২০২৪

বিশিষ্ট কথা সাহিত্যিক ও সাংবাদিক রাহাত খান আর নেই

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২৩:০৩, ২৮ আগস্ট ২০২০

বিশিষ্ট কথা সাহিত্যিক ও খ্যাতিমান সাংবাদিক রাহাত খান আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আজ রাত সাড়ে আটটার দিকে রাজধানীর ইস্কাটন গার্ডেস্থ নিজ বাসভবনে ইন্তেকাল করেছেন। তার বয়স হয়েছিল ৮০ বছর।

রাহাত খান দীর্ঘদিন ধরে ডায়াবেটিসসহ বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন। তার মরদেহ রাতে বারডেমের হিমঘরে রাখা হবে বলে জানিয়েছেন তার সহধর্মিনী অপর্ণা খান।

মৃত্যুকালে তিনি স্ত্রী ও একমাত্র পুত্র ঋদ্ধি খান সহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।

আগামীকাল শনিবার সকাল সাড়ে এগারোটায় জাতীয় প্রেসক্লাব প্রাঙ্গণে মরহুমের নামাজে জানাজা শেষে প্রয়াতের শেষ ইচ্ছা অনুযায়ী শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে তার লাশ দাফন করা হবে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাহাত খানের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। তিনি আজ এক শোকবার্তায় মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং তার পরিবারের শোক-সন্তপ্ত সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

সূত্র: বাসস

আরকে//


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি