ঢাকা, বৃহস্পতিবার   ২৩ জানুয়ারি ২০২৫

আজ সংসদ চত্বরে বৃক্ষরোপণ করবেন ডেপুটি স্পিকার

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৮:২৯, ৩১ আগস্ট ২০২০

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষিত এক কোটি বৃক্ষের চারা রোপণ কর্মসূচি পালনের উদ্যোগ নিয়েছে জাতীয় সংসদ।

এরই অংশ হিসেবে আজ সোমবার (৩১ আগস্ট) সকাল সাড়ে ১০টায় ডেপুটি স্পিকার মো. ফজলে রাব্বী মিয়া সংসদ ভবন চত্বরে বৃক্ষরোপণ করবেন। জাতীয় সংসদের সহকারী পরিচালক মো. জয়নাল আবেদীন এ তথ্য জানান।

জানা যায়, জাতীয় সংসদ ভবন চত্বরে (এক নম্বর সংসদ সদস্য ভবন, মেডিক‌্যাল সেন্টার সংলগ্ন) চারা রোপণ করবেন ডেপুটি স্পিকার মো. ফজলে রাব্বী।

এএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি