ঢাকা, শনিবার   ২৮ ডিসেম্বর ২০২৪

প্রণব মুখোপাধ্যায়ের মৃত্যুতে সম্প্রীতি বাংলাদেশ-এর শোক

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৮:৫৭, ১ সেপ্টেম্বর ২০২০

ভারতের সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছে সম্প্রীতি বাংলাদেশ। 

এক শোকবার্তায় সংগঠনের পক্ষ থেকে বলা হয়েছে, প্রণব মুখোপাধ্যায় বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে বন্ধু হয়ে ছিলেন পাশে। একাত্তরে পাশে দাঁড়িয়ে এপার বাংলার মানুষকে কৃতজ্ঞতার বন্ধনে আবদ্ধ করেন। 

একাত্তরের সেপ্টেম্বর মাসের শুরুতে ফ্রান্সে ইন্টার পার্লামেন্টারি ইউনিয়নের সম্মেলনে অংশ নিয়ে বাংলাদেশের স্বাধীনতার পক্ষে এবং পাকিস্তানিদের অত্যাচার-নির্যাতনের বিরুদ্ধে জনমত গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন তিনি।

একই সময়ে যুক্তরাজ্য ও জার্মানি সফরে গিয়ে সেখানকার সরকার প্রধান ও সংসদ সদস্যদের কাছে বাংলাদেশের তখনকার পরিস্থিতি উপস্থাপনে ভূমিকা রাখেন তিনি।

ওই সময়ে ত্রিপুরা, আসাম ও মেঘালয়ে শরণার্থী শিবির পরিদর্শনে গিয়ে স্থানীয় প্রশাসনের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে সেখানকার পরিবেশ-পরিস্থিতি ভালো করায় ভূমিকা রাখেন তিনি। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে পঁচাত্তরে হত্যা করার পর শেখ হাসিনা ও শেখ রেহানার পাশেও দাঁড়িয়েছিলেন প্রণব মুখোপাধ্যায়। তাঁর মৃত্যুতে বাাংলাদেশ এক অভিন্ন হৃদয় বন্ধুকে হারাল বলে উল্লেখ করেছে সম্প্রীতি বাংলাদেশ। 

বিবৃতিতে স্বাক্ষর করেছেন সংগঠনের আহ্বায়ক পীযূষ বন্দ্যোপাধ্যায়, সদস্য-সচিব অধ্যাপক ডা. মামুন আল মাহতাব স্বপ্নীল, অধ্যাপক আবদুল মান্নান, বিচারপতি শামসুদ্দীন চৌধুরী মানিক, যুগ্ম আহ্বায়ক আরমা দত্ত এমপি, মেজর জেনারেল মোহাম্মদ আলী শিকদার (অব.), সাবেক রাষ্ট্রদূত এ কে এম আতিকুর রহমান, সাবেক সচিব মো. নাসিরউদ্দিন আহমেদ, অধ্যাপক ডা. উত্তম কুমার বড়ুয়া, অধ্যাপক ডা. মাহবুবুর রহমান বাবু, আলী হাবিব, সাবেক ছাত্রনেতা মিহির কান্তি ঘোষাল, তাপস হালদার, মো. হেলালউদ্দিন, সাইফ আহমেদ, অনয় মুখার্জী প্রমুখ।

এমবি//


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি