ঢাকা, বৃহস্পতিবার   ২৩ জানুয়ারি ২০২৫

আসন্ন সংসদ অধিবেশনে যেতে পারছেন না সাংবাদিকরা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২১:৫০, ১ সেপ্টেম্বর ২০২০ | আপডেট: ২১:৫২, ১ সেপ্টেম্বর ২০২০

একাদশ জাতীয় সংসদের নবম অধিবেশন আগামী ৬ সেপ্টেম্বর সকাল ১১ টায় শুরু হবে।

করোনা মহামারির এই বিশেষ পরিস্থিতিতে সামাজিক দূরত্ব নিশ্চিত করার বিষয়টি বিবেচনায় নিয়ে সম্প্রতি অনুষ্ঠিত সংসদের বাজেট অধিবেশনের মতো আসন্ন নবম অধিবেশনেও সাংবাদিকদের কার্ড ইস্যু করছে না বলে জানিয়েছে জাতীয় সংসদ সচিবালয়।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) এক তথ্যবিবরণীতে একথা জানানো হয়।

এতে বলা হয়, বাংলাদেশ টেলিভিশন বা সংসদ বাংলাদেশ টেলিভিশন অথবা বাংলাদেশ বেতার থেকে ফিড নিয়ে জাতীয় সংসদের কার্যক্রম কাভার করার জন্য সকল গণমাধ্যমের প্রতি সংসদ সচিবালয় থেকে অনুরোধ জানানো হয়েছে।- বাসস

এসি
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি