ঢাকা, বুধবার   ০৫ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

নিজস্ব অর্থায়নে জলবায়ু পরিবর্তন ট্রাস্ট তহবিল চালুর দাবি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:৩৮, ৩০ এপ্রিল ২০১৭ | আপডেট: ১৮:৪৬, ৩০ এপ্রিল ২০১৭

Ekushey Television Ltd.

বিশ্বের প্রধান কার্বন নিঃসরণকারীদেশ হিসেবে, প্যারিস চুক্তি বাস্তবায়নে শিল্পোন্নত দেশগুলোর অঙ্গিকার অব্যাহত রাখার আহবান জানিয়েছে টিআইবি। জলবায়ুর পরিবর্তনের ক্ষতিকর প্রভাব মোকাবেলায়, প্রতিশ্রুত অর্থ প্রদানে, গড়িমসির প্রতিবাদের জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন করেছে সংগঠনটি। পাশাপাশি, বর্তমান সরকারের নিজস্ব অর্থায়নে জলবায়ু পরিবর্তন ট্রাস্ট তহবিল  কর্মসূচী চালু রাখার দাবিও জানানো হয় মানববন্ধনে।
জলবায়ুর পরিবর্তনের প্রভাব মোকাবেলায়, সবচেয়ে বেশি ক্ষতির মুখোমুখি বাংলাদেশ। যার কারণে, অস্বাভাবিক বন্যা ও খরা এরিমধ্যে দৃশ্যমান হচ্ছে।
এমন বাস্তবতায়, প্যারিস চুক্তিতে শিল্পোন্নত দেশগুলো এখনও তাদের ক্ষতিপূরণ বাবদ কোন অর্থ দেয়নি। বরং, টাল বাহানাই করে আসছে।
জলবায়ু পরিবর্তনের ক্ষতির জন্য বাংলাদেশ কোন ভাবেই দায়ী নয়, বলেই ক্ষতিপূরণ আদায়ের দাবি বিশ্ব মহলে চালিয়ে যাবার প্রয়োজন আছে বলেই মনে করে সংগঠনটি।
পরবর্তীতে, কখন সহায়তা বা ক্ষতিপূরণ আসবে সেদিকে তাকিয়ে না থেকে, নিজর্স্ব অর্থায়নে কর্মসূচিগুলো চালিয়ে যাওয়ারও অনুরোধ জানানো হয় মানববন্ধন থেকে।

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি