ঢাকা, মঙ্গলবার   ০৪ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

রিজার্ভের টাকা চুরির ঘটনায় বাংলাদেশ ব্যাংকের পরিচালনা পর্ষদে পরিবর্তন আনা হবে: অর্থমন্ত্রী

প্রকাশিত : ১৮:৫১, ১৪ মার্চ ২০১৬ | আপডেট: ১৮:৫১, ১৪ মার্চ ২০১৬

Ekushey Television Ltd.

রিজার্ভের টাকা চুরির ঘটনায় বাংলাদেশ ব্যাংকের পরিচালনা পর্ষদে পরিবর্তন আনা হবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। এরই মধ্যে তলব করা হয়েছে কেন্দ্রীয় ব্যাংক গভর্নরকে। এদিকে ব্যাংকের দুই কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে; জব্দ করা হয়েছে ১১টি কম্পিউটার। আর তদন্তে অগ্রগতি হয়েছে বলে দাবি করেছেন কেন্দ্রীয় ব্যাংক মুখপাত্র শুভঙ্কর সাহা। ফেডারেল রিজার্ভ ব্যাংক অব নিউইয়র্কে জমা রাখা বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ থেকে ৮০০কোটি টাকা চুরি। এ বিষয়ে কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তাদের নিরব ভূমিকায় আগেই বিরক্তি প্রকাশ করেন অর্থমন্ত্রী। এরইমধ্যে কেন্দ্রীয় ব্যাংকের গভর্ণরকে সচিবালয়ে তলব করেছেন মন্ত্রী। সচিবালয়ে সাংবাদিকদের বলেওেছন, শিগগিরই ব্যাংকিং খাতে পরিবর্তন আসছে। এদিকে টাকা চুরির ঘটনায় বাংলাদেশ ব্যাংকের ২কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদ করেছে তদন্ত কমিটি। ব্দ করা হয়েছে ১১ কম্পিউটার। টাকা চুরির ঘটনা তদন্তে অগ্রগতি হচ্ছে বলে দাবি করেছেন ব্যাংকের মুখপাত্র শুভঙ্কর সাহা। বিষয়টির ওপর নজর রাখছে দুর্নীতি দমন কমিশনও। দুদকের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নেওয়ার পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা জানান নতুন চেয়ারম্যান ইকবাল মাহমুদ। অন্যদিকে, ফিলিপাইনের রিজাল কর্মাশিয়াল ব্যাংকের চারটি অ্যাকাউন্টে ফেডারেল রিজার্ভ ব্যাংক অব নিউইয়র্ক থেকে কোন প্রক্রিয়ায় ডলার হস্তান্তর হয়েছে, তা তদন্ত করবে ফিলিপিন্সের সিনেট। খবরটি জানিয়েছে ফিলিপাইনের সংবাদ মাধ্যম ইনকুয়ের‌্যার ডট নেট। সোমবার এবিষয়ে কথা বলেছেন ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান ও মুদ্রা বিষয়ক সিনেট কমিটির চেয়ারম্যান।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি