ঢাকা, বুধবার   ২২ জানুয়ারি ২০২৫

মসজিদে বিস্ফোরণে হতাহতের ঘটনায় প্রধানমন্ত্রীর শোক

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:৫৯, ৫ সেপ্টেম্বর ২০২০

প্রধানমন্ত্রী শেখ হাসিনা নারায়ণগঞ্জ সদরের ফতুল্লার জামে মসজিদে বিস্ফোরণে হতাহতের ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।

প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম জানান, ‘প্রধানমন্ত্রী সার্বক্ষণিক বিস্ফোরণের খোঁজ-খবর নিচ্ছেন এবং দগ্ধদের সর্বোচ্চ চিকিৎসার নির্দেশ দিয়েছেন।’

শেখ হাসিনা বিস্ফোরণে নিহতদের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোক-সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান। তিনি আহতদের আশু আরোগ্য কামনা করেন।

উল্লেখ্য, শুক্রবার রাতে নারায়ণগঞ্জের ফতুল্লার জামে মসজিদে বিস্ফোরণে গুরুতর দগ্ধদের মধ্যে ১১ জন আজ সকালে শেখ হাসিনা বার্ণ ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে মারা যান।

স্থানীয়রা জানিয়েছে, শুক্রবার রাত সাড়ে আটটায় মসজিদের ভিতর বিকট শব্দে এ বিস্ফোরণ ঘটে। এতে কমপক্ষে ৫০ জন আহত হন।
সূত্র : বাসস
এসএ/
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি