ঢাকা, মঙ্গলবার   ২৪ ডিসেম্বর ২০২৪

সস্ত্রীক করোনাক্রান্ত স্বেচ্ছাসেবক লীগ সাধারণ সম্পাদক

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:২৪, ৫ সেপ্টেম্বর ২০২০

আওয়ামী লীগের সহযোগী সংগঠন স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক একেএম আফজালুর রহমান বাবু করোনা আক্রান্ত হয়েছেন। শনিবার এ বিষয়ে জানতে যোগাযোগ করা হলে করোনা পজিটিভের বিষয়টি নিশ্চিত করেন তিনি। আক্রান্ত হয়েছেন তাঁর স্ত্রী রেবেকা সুলতানাও।

একেএম আফজালুর রহমান বাবু বলেন, করোনার লক্ষণ দেখা দেয়ায় নমুনা পরীক্ষা করতে দিয়েছিলাম। রিপোর্টে করোনা পজিটিভ এসেছে। তিনি জানান, শারীরিকভাবে মোটামুটি সুস্থ আছেন। সামান্য জ্বর ছাড়া অন্য কোনও উপসর্গ নেই। নিজের বাসায় আইসোলেশনে আছেন। তিনি সবার কাছে দোয়া চেয়েছেন।

করোনা প্রাদুর্ভাবের শুরু থেকেই দেশব্যাপী ত্রাণ বিতরণ, টেলি মেডিসিন, ফ্রি অ্যাম্বুলেন্স সার্ভিস, কৃষকদের ধান কাটা ও বৃক্ষরোপনসহ বিভিন্ন কর্মসূচিতে নিয়মিত অংশগ্রহন করে আসছিলেন স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক একেএম আফজালুর রহমান বাবু।

আরকে//


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি