ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

২১০০সালে বাংলাদেশের উন্নয়ন কেমন হওয়া উচিত, তা বিবেচনায় রেখে উন্নয়ন পরিকল্পনা প্রণয়ন করতে হবে- রাষ্ট্রপতি

প্রকাশিত : ১৮:৫৪, ১৪ মার্চ ২০১৬ | আপডেট: ১৮:৫৪, ১৪ মার্চ ২০১৬

presidentরাষ্ট্রপতি মো. আব্দুল হামিদ বলেছেন, আগামী ২০৫০ বা ২১০০সালে বাংলাদেশের উন্নয়ন কেমন হওয়া উচিত বা বাংলাদেশের অবস্থান কোন স্তরে পৌঁছাবে তা বিবেচনায় রেখে উন্নয়ন পরিকল্পনা প্রণয়ন করতে হবে। আজ চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি  বিশ্ববিদ্যালয়ের ৩য় সমাবর্তন অনুষ্ঠানে রাষ্ট্রপতি আরো বলেন, যথাযথ গুরুত্ব দিতে হবে জলবায়ু পরিবর্তনের বিষয়টিতেও। সমাবর্তন অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যলয় মঞ্জুরী কমিশনের চেয়ারম্যান অধ্যাপক আব্দুল মান্নান। সমাবর্তনে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ১৫টি বিভাগ, ২টি ইনস্টিটিউট থেকে স্নাতক, স্নাতকোত্তর ও পিএইচডি ডিগ্রীধারী মোট ১৬০৩ শিক্ষার্থীর হাতে সনদ তুলে দেয়া হয়।
Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি