ঢাকা, বুধবার   ২২ জানুয়ারি ২০২৫

মসজিদে বিস্ফোরণের কারণ খুঁজে বের করা হবে: প্রধানমন্ত্রী

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:৩৬, ৬ সেপ্টেম্বর ২০২০ | আপডেট: ১৫:৩৭, ৬ সেপ্টেম্বর ২০২০

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, নারায়ণগঞ্জে মসজিদে বিস্ফোরণের ঘটনার প্রকৃত কারণ খুঁজে বের করা হবে। মসজিদটি নিয়ম বহির্ভূতভাবে নির্মাণ করা হয়েছে কী-না তার তদন্ত চলছে। 

আজ রোববার বেলা ১১টায় স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে একাদশ সংসদের নবম অধিবেশনের শুরুতে শোক প্রস্তাবের আলোচনায় তিনি এ কথা বলেন। এ সময় প্রধানমন্ত্রী মসজিদে এসি বিস্ফোরণে হতাহতের ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেন।

প্রধানমন্ত্রী বলেন, ‌‘ইতোমধ্যে তদন্ত কমিটি করা হয়েছে। বিস্ফোরক বিশেষজ্ঞরা সেখানে গেছেন। সেখানে নমুনা সংগ্রহ করছেন। এই ঘটনাটা কেন ঘটল, কিভাবে ঘটল সে বিষয়ে তদন্ত হচ্ছে এবং আমি মনে করি, সেটা অবশ্যই বের হবে।’

তিনি বলেন, ‘অপরিকল্পিভাবে কিছু গড়ে তোলা হলে সেখানে দুর্ঘটনা ঘটার শঙ্কা বেশি থাকে। যেখানে সেখানে গড়ে উঠা মসজিদগুলোর অনুমতির বিষয় খতিয়ে দেখতে সংশ্লিষ্টদের নির্দেশ দেয়া হয়েছে।’

এ সময় বিডিআর বিদ্রোহ প্রসঙ্গ টেনে প্রধানমন্ত্রী বলেন, ‘যারা ক্ষমতায় যেতে পারেনি, তাদের মদদেই বিডিআর বিদ্রোহের ঘটনা ঘটেছিল।’ 

এর আগে ভারতের সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখার্জি, একাদশ জাতীয় সংসদের ঢাকা-১৮ আসনের প্রয়াত সংসদ সদস্য অ্যাডভোকেট সাহারা খাতুন, নওগাঁ-৬ আসনের প্রয়াত সংসদ সদস্য মো. ইসরাফিল আলমের মৃত্যুতে বাংলাদেশ সংসদ শোক প্রকাশ করে।

এআই//এমবি 
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি