ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

সিনহা হত্যা: প্রতিবেদন দিল স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তদন্ত কমিটি (ভিডিও)

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:০৭, ৭ সেপ্টেম্বর ২০২০

অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান হত্যার ঘটনায় প্রতিবেদন জমা দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় গঠিত তদন্ত কমিটি। ৩ বার সময় বৃদ্ধি শেষে আজ সোমবার সকালে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে এসে প্রতিবেদন জমা দেন কমিটির সদস্যরা। 

পরে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সাংবাদিকদের বলেন, ‘সিনহা নিহতের ঘটনা দুঃখজনক। তদন্ত কমিটির সুপারিশ বাস্তবায়ন করা হবে। আমাদের সচিব এ প্রতিবেদনের সুপারিশ বিশ্লেষণ করে যেখানে যা প্রয়োজন তা করবেন।’

তদন্ত কমিটির প্রধান ও চট্টগ্রামের অতিরিক্ত বিভাগীয় কমিশনার মিজানুর রহমান জানান, স্বাধীনভাবে কাজ হয়েছে, কোন হস্তক্ষেপ হয়নি। সুবিচার নিশ্চিত করা সম্ভব হবে।

এমএস/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি