ঢাকা, মঙ্গলবার   ২৪ ডিসেম্বর ২০২৪

বাংলাদেশ ও দক্ষিণ কোরিয়ার মধ্যে সম্পর্ক আরো সুদৃঢ হবে: স্পিকার

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২১:১৫, ৭ সেপ্টেম্বর ২০২০ | আপডেট: ২১:৩৪, ৭ সেপ্টেম্বর ২০২০

স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী আশা প্রকাশ করেছেন ব্যবসা-বাণিজ্য প্রসারসহ অন্যান্য খাতে বাংলাদেশ ও দক্ষিণ কোরিয়ার মধ্যে বিদ্যমান সম্পর্ক আরো সুদৃঢ হবে। তার সাথে বাংলাদেশে নিযুক্ত দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত লি, জ্যাং-কিউ আজ সোমবার সংসদ ভবনে সাক্ষাৎ করলে তিনি এ আশাবাদ ব্যাক্ত করেন।

সাক্ষাৎকালে তাঁরা পারস্পরিক সহযোগিতা, সংসদীয় মৈত্রী গ্রুপ গঠন, বিনিয়োগ, ব্যবসা-বাণিজ্য, ব্লু-ইকোনমি, বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়ন এবং গ্রামীণ অর্থনীতি সম্প্রসারণ নিয়ে আলোচনা করেন।

বাংলাদেশ ও দক্ষিণ কোরিয়ার মধ্যকার বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কথা উল্লেখ করে স্পিকার বলেন, আগামী দিনগুলোতে দু’দেশের মধ্যকার বিদ্যমান সম্পর্ক আরও সুদৃঢ় হবে।

ইতোপূর্বে দক্ষিণ কোরিয়ান পার্লামেন্টের স্পিকারের আমন্ত্রণে বাংলাদেশ সংসদীয় প্রতিনিধিদলের দক্ষিণ কোরিয়া সফরের কথা উল্লেখ করে স্পিকার বলেন, দু’দেশের সংসদীয় প্রতিনিধিদলের সফর বিনিময়ের মাধ্যমে সংসদীয় সম্পর্ক আরও জোরদার করা সম্ভব। ব্যবসা-বাণিজ্য প্রসারের মাধ্যমেও দু’দেশের সম্পর্ক আরও শক্তিশালী হতে পারে।

বাংলাদেশে বিদেশী অর্থায়নে দক্ষিণ কোরিয়ার অবদান উল্লেখ করে স্পিকার রাষ্ট্রদূতকে বাংলাদেশের বিশেষায়িত অর্থনৈতিক অঞ্চলে বিনিয়োগের অনুরোধ করেন। মিঠা পানির মৎস্য উৎপাদনে বাংলাদেশ বর্তমানে বিশ্বে দ্বিতীয়। শুধু তৈরি পোশাক শিল্প নয় বাংলাদেশ এখন রফতানি খাত বহুমূখীকরণে মনোযোগী হয়েছে। এক্ষেত্রে ঔষুধ শিল্প, ব্লু-ইকোনমি, আইসিটি এবং কৃষিজাত শিল্পে বাংলাদেশের সম্ভাবনার কথা তিনি উল্লেখ করেন।

রাষ্ট্রদূত লি, জ্যাং-কিউ প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের বিভিন্ন ক্ষেত্রে উন্নয়নের প্রশংসা করে বলেন, সামাজিক ও অর্থনৈতিক উন্নয়নে বাংলাদেশের অগ্রগতি এখন দৃশ্যমান। ব্যবসা-বাণিজ্য প্রসারে ভবিষ্যতে বাংলাদেশে সম্ভাবনাময় খাত ও অবকাঠামোগত উন্নয়নে কোরিয়া বিনিয়োগ করবে বলে তিনি আগ্রহ প্রকাশ করেন।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে মুজিববর্ষ পালনের সাথে একাত্মতা প্রকাশ করে বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা জানান তিনি। সংসদীয় মৈত্রী গ্রুপ গঠনের মাধ্যমে দু’দেশের সংসদীয় সম্পর্কে নব-দিগন্ত উন্মোচন করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। এ সময় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

এসি

 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি