ঢাকা, বৃহস্পতিবার   ০৩ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

কাল ঢাকায় আসছেন হাঙ্গেরির পররাষ্ট্রমন্ত্রী

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৮:২৯, ৯ সেপ্টেম্বর ২০২০

হাঙ্গেরির পররাষ্ট্রমন্ত্রী পিটার সিজার্তো

হাঙ্গেরির পররাষ্ট্রমন্ত্রী পিটার সিজার্তো

Ekushey Television Ltd.

হাঙ্গেরির পররাষ্ট্রমন্ত্রী পিটার সিজার্তো একদিনের সরকারি সফরে আগামীকাল বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) ঢাকায় আসছেন। নভেল করোনাভাইরাস মহামারির মধ্যে কোনো বিদেশি পররাষ্ট্রমন্ত্রীর এটিই প্রথম ঢাকা সফর।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) রাতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, হাঙ্গেরির পররাষ্ট্রমন্ত্রী ঢাকা সফরে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেনের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন। এ সফরে দুটি চুক্তি সই হতে পারে। এছাড়া তিনি বাণিজ্যমন্ত্রী টিপু মুনশীর সাথেও বৈঠক করবেন তিনি।

পিটার সিজার্তোর সফরে বাণিজ্য ইস্যু বিশেষভাবে গুরুত্ব পাবে বলে ধারণা করা হচ্ছে।

সফরকালে হাঙ্গেরির পররাষ্ট্রমন্ত্রী ঢাকায় বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর পরিদর্শন শেষে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা জানাবেন। একইদিন সন্ধ্যায় পিটার সিজার্তোর ঢাকা ছাড়ার কথা রয়েছে।

এএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি