ঢাকা, বুধবার   ২৫ ডিসেম্বর ২০২৪

ইসএপিএন-ক্রিকইনফোর বিচারে ২০১৫ সালের সেরা অভিষিক্ত ক্রিকেটার নির্বাচিত হয়েছে মুস্তাফিজুর রহমান

প্রকাশিত : ২০:৪৭, ১৪ মার্চ ২০১৬ | আপডেট: ২০:৪৭, ১৪ মার্চ ২০১৬

mustafizক্রিকেট বিশ্বের জনপ্রিয় ওয়েব সাইট ইসএপিএন-ক্রিকইনফোর বিচারে ২০১৫ সালের সেরা অভিষিক্ত ক্রিকেটার নির্বাচিত হয়েছেন বাংলাদেশের পেইসার মুস্তাফিজুর রহমান । ওয়েব সাইটের পাঠক ও নির্বাচিত বিচারেকরা ভোটাভুটির মাধ্যমে বেছে নেন কাটার মাস্টার মুস্তাফিজকে । বিচারক প্যানেলে অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক ইয়ান চ্যাপেল , জেফ ডুজন, জন রাইট, মাহেলা জয়াবর্ধনে ও মার্ক বুচারের মত ক্রিকেটাররা । গত বছর ভারতের বিপক্ষে ওয়ানডে অভিষেকেই হৈচৈ ফেলে দিয়েছিলেন বিস্ময় বালক মুস্তাফিজ । অভিষেক ম্যাচে ৫ ও পরের ম্যাচে নিয়েছিলেন ৬ উইকেট । সেরা অভিষিক্ত ছাড়াও আরো ৭টি বিভাগে ৭ জন ক্রিকেটারের হাতে তুলে দেয়া পুরস্কার । এদিকে অস্ট্রেলিয়ার জনপ্রিয় ওয়েব পোর্টাল ফক্স স্পোর্টসের তৈরি টি টুয়েন্টি সেরা বিশ্ব একাদশে জায়গা পেয়েছেন সাকিব আল হাসান ও আল আমিন হোসেন । এই তালিকায় এ দু জন ছাড়াও দক্ষিণ আফ্রিকা, ভারত, নিউজিল্যান্ড, থেকে দুজন করে এবং অস্ট্রেলিয়া, পাকিস্তান আফগাস্তিান থেকে ১ জন করে ক্রিকেটার জায়গা পেয়েছেন ।
Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি