ঢাকা, শুক্রবার   ০৪ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

ইউএনও’র ওপর হামলা: ঘোড়াঘাট থানার ওসি প্রত্যাহার

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:১৫, ১১ সেপ্টেম্বর ২০২০ | আপডেট: ১৫:৪১, ১১ সেপ্টেম্বর ২০২০

ঘোড়াঘাট থানার ওসি আমিরুল ইসলাম

ঘোড়াঘাট থানার ওসি আমিরুল ইসলাম

Ekushey Television Ltd.

দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা ওয়াহিদা খানম ও তার বাবার ওপর হামলার ঘটনায় ঘোড়াঘাট থানার ওসি আমিরুল ইসলামকে প্রত্যাহার করা হয়েছে। তাকে দিনাজপুর পুলিশ লাইন্সে সংযুক্ত করা হচ্ছে। 

বিষয়টি নিশ্চিত করেছেন দিনাজপুরের পুলিশ সুপার আনোয়ার হোসেন। 

উপজেলা নির্বাহী কর্মকর্তার ওপর হামলায় আইনশৃঙ্খলা পরিস্থিতি রক্ষায় ব্যর্থতা এবং ওই রাতে পুলিশের টহল নিয়ে প্রশ্ন ওঠে ওসি আমিরুল ইসলামের বিরুদ্ধে। রংপুর সদর থানার পরিদর্শক আজিম উদ্দিনকে ঘোড়াঘাট থানায় নতুন অফিসার ইনচার্জের দায়িত্ব দেওয়া হয়েছে। 

এদিকে আদালতের মাধ্যমে রিমান্ডে পাওয়া দুই আসামি নবীরুল ইসলাম ও সান্টু কুমারকে দুপুরের পর আদালতে তোলা হবে।  

এমবি//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি