ঢাকা, বুধবার   ২২ জানুয়ারি ২০২৫

বুধবার থেকে শতভাগ যাত্রী নেবে ট্রেন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৯:৪৫, ১৫ সেপ্টেম্বর ২০২০

ট্রেনে শতভাগ টিকিট বিক্রির সিদ্ধান্ত নিয়েছে রেলপথ মন্ত্রণালয়। স্বাস্থ্যবিধি মেনে বুধবার থেকে আসন পূর্ণ করে ট্রেন চালানোর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) রেল মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার শরিফুল আলম বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, বুধবার থেকে ৫০ শতাংশ অনলাইন ও ৫০ শতাংশ টিকিট কাউন্টারে বিক্রি হবে। শতভাগ টিকেট বিক্রির মাধ্যমে আসন পূর্ণ করে রেল চলবে। পাশাপাশি অন্যান্য স্বাস্থ্যবিধি, যেমন মাস্ক ও স্যানিটাইজার ব্যবহার করাসহ সকল নির্দেশনা আগের মতই থাকছে।

করোনাভাইরাসের বিস্তার রোধে গত মার্চের শেষে ট্রেন চলাচলও বন্ধ করে দেওয়া হয়। এরপর গত ৩১ মে যাত্রীবাহী ট্রেন চলাচল শুরু হয়। সে সময় থেকে অর্ধেক যাত্রী নিয়ে ট্রেন চলছে বলে ৫০ শতাংশ টিকেট বিক্রি হচ্ছিল।

চলতি মাসের ৫ সেপ্টেম্বর থেকে করোনা সংক্রান্ত বিধি-নিষেধের কিছু বিষয় শিথিল করে চলাচল শুরু করে যাত্রীবাহী ট্রেন। ১২ সেপ্টেম্বর থেকে স্টেশন কাউন্টারেও ট্রেনের টিকেট বিক্রি শুরু হয়।

এসি
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি