নওগাঁয় বঙ্গবন্ধু কর্ণারের উদ্বোধন করলেন খাদ্যমন্ত্রী
প্রকাশিত : ২২:৫৭, ১৮ সেপ্টেম্বর ২০২০ | আপডেট: ২৩:০৩, ১৮ সেপ্টেম্বর ২০২০
খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার নওগাঁ জেলা খাদ্য বিভাগের উদ্যোগে নির্মিত বঙ্গবন্ধু কর্ণারের উদ্বোধন করেছেন।
নওগাঁ জেলা খাদ্য ভবনের মূল ফটকে নির্মিত বঙ্গবন্ধু কর্ণারে জাতির পিতার বিভিন্ন সময়ের ছবি, তাঁর জীবনী, ঐতিহাসিক ঘটনা, তাঁর লেখাসহ অন্যান্য স্মৃতি-বিজড়িত জিনিসপত্র স্থাপন করা হয়েছে। আজ শুক্রবার মন্ত্রী কর্ণারের ফলক উন্মোচন করেন।
পরে সাংবাদিকদের সাথে আলাপকালে খাদ্যমন্ত্রী বলেন, বঙ্গবন্ধু কর্ণারের মাধ্যমে জাতির পিতার কর্মময় জীবন এবং তাঁর বাণী নতুন প্রজন্ম জানতে পারবে। এর মধ্যদিয়ে তরুণ ও যুবকরা মাদক ও সন্ত্রাস থেকে দূরে থাকবে।
বঙ্গবন্ধু ছিলেন বিশ্ব দরবারের মহান নেতা উল্লেখ করে তিনি বলেন, নতুন প্রজন্মকে বঙ্গবন্ধুর আদর্শে গড়ে তুলতে হবে। তবেই এ দেশটা হবে সোনার বাংলাদেশ।
সাধন চন্দ্র মজুমদার বলেন, বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। আওয়ামী লীগ সরকার মানেই উন্নয়নের সরকার। তাই, শেখ হাসিনার নেতৃত্বকে আরো শক্তিশালী করতে সকলকে ঐক্যবদ্ধভাবে সহযোগিতার মনমানসিকতা নিয়ে এগিয়ে আসার জন্যও তিনি আহ্বান জানান।
রাজশাহী বিভাগীয় খাদ্য নিয়ন্ত্রক রায়হানুল কবীর, নওগাঁর জেলা প্রশাসক হারুন-অর-রশিদ ও খাদ্য বিভাগের পদস্থ কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।
এসি
আরও পড়ুন