ঢাকা, শুক্রবার   ০৩ জানুয়ারি ২০২৫

সিনিয়র সচিব হলেন অর্থ ও দুদক সচিব

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:৩১, ২২ সেপ্টেম্বর ২০২০

আরও দুই সচিবকে সিনিয়র সচিব পদে নিয়োগ দিয়েছে সরকার। অর্থ বিভাগের সচিব আবদুর রউফ তালুকদার ও দুর্নীতি দমন কমিশনের (দুদক) সচিব দিলওয়ার বখত সিনিয়র সচিব হয়েছেন। 

সোমবার তাদের সিনিয়র সচিব পদমর্যাদা দিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে আদেশ জারি করা হয়েছে। সিনিয়র সচিব হওয়ার পর অর্থ সচিব আবদুর রউফ তালুকদারকে আগের কর্মস্থল অর্থ বিভাগেই পদায়ন করা হয়েছে। 

একইভাবে দুর্নীতি দমন কমিশনের (দুদক) সচিব দিলওয়ার বখতকেও দুদকে পদায়ন করা হয়েছে। ৩১ অক্টোবর থেকে রউফ তালুকদার এবং ১৬ অক্টোবর থেকে দিলওয়ার বখতের এই পদমর্যাদা কার্যকর হবে বলেও আদেশে উল্লেখ করা হয়েছে।

এমবি//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি