ঢাকা, রবিবার   ২২ ডিসেম্বর ২০২৪

এবার নূরের বিরুদ্ধে তরুণী অপহরণ ও ধর্ষণ মামলা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:০০, ২২ সেপ্টেম্বর ২০২০

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের সাবেক ভিপি নুরুল হক নূরের বিরুদ্ধে এবার এক তরুণীকে অপহরণ, ধর্ষণে সহযোগিতা ও ও ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হয়েছে।

সোমবার রাজধানীর কোতয়ালি থানায় দায়ের হওয়া মামলায় নূরসহ মোট ছয়জনকে আসামি করা হয়। মামলায় কোতয়ালি থানার সদরঘাট হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট ঘটনার স্থান হিসেবে উল্লেখ করা হয়। ঘটনার তারিখ হিসেবে চলতি বছরের ৯ ফেব্রুয়ারি উল্লেখ করেছেন বাদী। 

এর আগে রোববার নুরসহ ছয়জনের বিরুদ্ধে ধর্ষণ ও সহযোগিতার অভিযোগ এনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী লালবাগ থানায় মামলা করেন। এ ঘটনায় সোমবার রাতে নূরকে আটক করা হলেও পরে তাকে ছেড়ে দেয়া হয়। 

এমবি//


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি