
বাংলাদেশ ব্যাংকের রিজার্ভের অর্থ লোপাটের ঘটনাসহ নিজের অবস্থান ব্যাখ্যা দিতে প্রধানমন্ত্রীর কার্যালয়ে গেছেন গভর্নর ড. আতিউর রহমান।
সকাল ১১টার দিকে প্রধানমন্ত্রীর কার্যালয়ে পৌঁছান তিনি। এর আগে, গুলশানে নিজের বাসায় তিনি সাংবাদিকদের জানান, যেকোন মুহূর্তে পদত্যাগের জন্য প্রস্তুত আছেন। পদত্যাগ করলে যদি বাংলাদেশ ব্যাংকের ভালো হয়, দেশের ভালো হয়, তবে পদত্যাগ করতে দ্বিধা নেই বলেও জানান তিনি। রিজার্ভের অর্থ লোপাটের ঘটনা অর্থমন্ত্রীকে শুরুতে জানালে, অর্থ উদ্ধার করা যেতো না বলেও দাবি করেন গভর্ণর। তবে, দেশের বিভিন্ন গোয়েন্দা সংস্থাকে এ বিষয়ে অবহিত করা হয়েছিলো বলেও জানান তিনি।